১৪ মার্চ ২০২৫, শুক্রবার

সাদা বলে ভক্তদের রঙিন স্বপ্ন উপহার দিতে চান রুবেল

- Advertisement -

রুবেল টেস্ট খেলবেন না এই খবরটা ছড়িয়ে গিয়েছিল একদিন আগেই, অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার। আর সেই ঘোষণাটাই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট নেয়া এই পেসার।

অবসরের ঘোষণা দিতে গিয়ে রুবেল লিখেছেন, “আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”

টেস্টকে বিদায় জানালেও সাদা বলে খেলা চালিয়ে যাবেন টাইগার পেসার, তার বিশ্বাস ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দেশকে এখনও দেবার আছে অনেককিছু, “ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img