সাকিব আল হাসানের অলরাউন্ড পারর্ফম্যান্সে, ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে সিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। প্রথম দুই ম্যাচে টানা দুই ‘গোল্ডেন ডাক’ মারা সাকিব এদিন করেছেন ৩৫, বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট, হয়েছেন ম্যাচ সেরা।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তৃতীয় ম্যাচে তিন বিভাগেই সাকিব ছিলেন দুর্দান্ত। চারটা চার আর এক ছক্কায় ১৪০ স্ট্রাইক রেটে ২৫ বলে ৩৫, বোলিংয়ে ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট, সাথে দারুণ এক রান আউট! পারফেক্ট অলরাউন্ড পারফর্ম্যান্স বলতে যা বোঝায়, সেটাই করে দেখিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ম্যাচ সেরা যে হয়েছেন, সে কথা শুরুতেই লেখা হয়েছে।
ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় গায়না, পাওয়ারপ্লেতে তোলে ৪৯, এক উইকেটে। ৪২ বলে ৬০ রানের ইনিংস খেলেন গুরবাজ। এরপর চারে নেমে সাকিব করেন ৩৫ এবং শেষের দিকে অধিনায়ক শিমরন হেটমায়ার-ওডেন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৩ করে সাকিবের দল। ১৪ বলে ২৩ করেন হেটমায়ার, তিন ছক্কায় স্মিথ করেছেন ২২, সেও সাত বলে। শেষ ১৬ বলে ৪১ করেছে আমাজন ওয়ারিয়র্স।
পাওয়ারপ্লেতেই বোলিংয়ে আসেন সাকিব, চতুর্থ বলেই ফিরিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার টিম সেইফার্টকে। ত্রিনবাগো তৃতীয় ধাক্কাটা খায় এগারো ওভারের সময়, কাভার থেকে সরাসরি থ্রোতে নিকোলাস পুরানকে আউট করেন সাকিব, ওই আউটেই ম্যাচের নিয়ন্ত্রন অনেকটাই চলে যায় গায়ানার হাতে। ওখানেই শেষ না, ডেথ ওভারেও সাকিবেই আস্থা খুঁজেছে আমাজন ওয়ারিয়র্স। ত্রিনবাগো ইনিংসের ১৭ এবং ১৯, দুই ওভারে একে একে আন্দ্রে রাসেল আর সুনিল নারিনকে আউট করেছেন সাকিব, ওই বারো বলে দিয়েছেন মোটে ১২ রান। ১৩৬ রানে অলআউট হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩৭ রানে জিতে প্লে- অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের আমাজন ওয়ারিয়র্স, রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরেে।