ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। সাবির আলীর অফস্ট্যাম্প বরাবর হালকা বাউন্স হওয়া বলে, কাউ কর্ণার দিয়ে সাব্বির রহমানের বিশাল ছক্কা। সেই ছক্কাটা এতটাই দৃষ্টিনন্দন ছিল যে, বারবার ঐ একটা শটই দেখানো হয়েছে বিগ স্ক্রিনে, টেলিভিশনের পর্দায়। সাব্বিরের ঐ এক ছয়ে মুগ্ধতা ঝড়েছে অনেকের কণ্ঠেই, সেই তালিকায় আছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও।

“ছন্দ খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সাব্বির। আজকে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে ও কি করতে পারে। আমরা এমন শট আরও দেখতে চাই”– এক ভিডিওবার্তায় সিডন্স
সিডন্সের মন জয় করতে পারলেও সাব্বির এদিন আবারও হতাশ করেছেন সমর্থকদের। দারুণ শুরুর আশা জাগিয়েও এদিন আউট হয়েছেন ৯ বলে ১২ রান করে। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরলেও তিনি ব্যার্থতার বৃত্ত থেকে বের হতেই পারছেন না। এখন পর্যন্ত ৩ ম্যাচে করেছেন মোটে ১৭ রান।
সাব্বিরের পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মেহেদী হাসান মিরাজেরও ভূয়সী প্রশংসা করেন সিডন্স। “মিরাজ বেশ ভালো করছে। ওর আত্মবিশ্বাস এখন খুবই উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। আর মিরাজ সেটা দারুণ করছে।“