পাকিস্তানের বিপক্ষে হারের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হার, সেটাও ৮ উইকেটের বিশাল ব্যবধানে; ১৩ বল বাকী থাকতেই জয়ের বন্দরে স্বাগতিকরা। প্রথম ম্যাচের করা ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে বদলায়নি ছবিটা। দায়িত্বহীন ব্যাটিং-ফিল্ডিংয়ের পরিচয় দিয়ে বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানের দলকে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়, নাজমুল হোসেন শান্তর ৩৩ এবং নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ইনিংসে কোনোরকমে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ডেভন কনওয়ে।
নিউজিল্যান্ডের মাঠে কোন টি টোয়েন্টি জেতার রেকর্ড নেই বাংলাদেশের। এবার সুযোগ থাকলেও সেই রেকর্ড ভাঙা তো দূরে থাক উল্টো টাইগাররা উপহার দিয়ে যাচ্ছে একের পর এক লজ্জাজনক হার। একই মাঠে হ্যাগলি ওভালেই সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আগামী বুধবার সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ।