ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারলেও এই ম্যাচে টাইগাররা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, “হেরে গেলেও এই ম্যাচে আমরা ভালো খেলেছি। পুরো টুর্নামেন্টে আজকেই আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পেরেছি। দিন দিন আমাদের খেলার উন্নতি হচ্ছে। বিশ্বকাপে ভালো কিছুই হবে।”
নিজেদের সেরা ক্রিকেট খেলেও ম্যাচ হারার কারণ জানাতে গিয়ে সাকিব বলেন,“শেষের দিকে আমরা রান নিতে পারিনি। আরও দশ রান বেশি হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো।”
প্রথমে ব্যাট করে সাকিব এবং লিটন দাশের ফিফটিতে বাংলাদেশ ১৭৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজমের ফিফটিতে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। তবে শেষের দিকে ম্যাচ কিছুটা জমে উঠলেও ঠান্ডা মাথায় খেলা শেষ করে আসেন মোহাম্মদ নেওয়াজ। ২০ বলে অপরাজিত ৪৫ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫৬ বলে ৬৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।