১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

চ্যাম্পিয়ন্স লিগ: নকআউটের জন্য রিয়ালের দরকার ৩ পয়েন্ট

- Advertisement -

লা-লিগায় ১০ ম্যাচে ৫ হার; সবশেষ আলাভেসের সাথেও হেরেছে রিয়াল মাদ্রিদ, গেল শনিবারেই। দলের যখন এই অবস্থা, যে কোন কোচের জন্যই বাড়তি চিন্তার খোড়াক, জিনিদেন জিদানইবা ব্যতিক্রম হবেন কেন?

দলের ভুল-ভ্রান্তি নিয়ে কাটাছেঁড়ার জন্যে খুব বেশি সময় অবশ্য পাচ্ছেন না জিজু। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতেই নামতে হবে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম লেগে, হোম ম্যাচে ৩-২ গোলে হেরেছিলো রিয়াল, দুশ্চিন্তা তাই আরও বেশিই হবার কথা; খেলা যখন শাখতারের মাঠে।

৪ ম্যাচে ৭ পয়েন্ট, ‘বি’ গ্রুপে রিয়াল দুইয়ে। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে অন্তত একটা জিততেই হবে অল হোয়াইটদের। কোচ জিদানের চিন্তার আরও বড় কারণ হতে পারে খেলোয়াড়দের ইনজুরির। তালিকায় নিয়মিত একাদশের বেনজেমা, রামোস;  তালিকায় নতুন এডেন হ্যাজার্ড।

একই গ্রুপের অন্য ম্যাচ, বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ-ইন্টার মিলান। ইন্টারের জন্য বাঁচা-মরার লড়াই, কারণ; ঝুলিতে ২ পয়েন্ট। যৌক্তিকভাবেই টেবিলের তলায় নেরাজ্জুরিরা, রাউন্ড অব সিক্সটিনের আশা বাঁচিয়ে রাখতে ইন্টারের জয়ের বিকল্প নেই।

বুধবার রাতের সবচেয়ে বড় ম্যাচ ‘এ’ গ্রুপে। রাত দু’টোয়  মুখোমুখি হচ্ছে আতলেতিকো-বায়ার্ন। চার ম্যাচের সব জিতে, রেকর্ড গড়ে; এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছে বাভারিয়ানরা। আর ৪ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া আতলেতিকোর  জন্য ৩ পয়েন্ট হতে পারে পরের পর্বের টিকিট। ম্যাচটা আবার হবে মাদ্রিদে, তাই আতলেতিকো মাদ্রিদের সামনে সুযোগও রয়েছে।

একই সময়ে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে আয়াক্স, পর্তুগালে পোর্তোর মাঠে খেলতে যাবে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার সিটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img