১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

হেভিওয়েট কাতারকে চমকে দিতে মরিয়া বাংলাদেশ !

- Advertisement -

দোহা থেকে সাইফুল রূপক।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় ধাক্কা হেড কোচ জেমি ডে’র না থাকা। বারে বারে করোনা পজিটিভ,ঢাকায় হোটেলের চার দেয়ালে বন্দি।

ভিডিও কনফারেন্সেই দিচ্ছেন শিষ্যদের পোক্ত করার টোটকা। সহকারী কোচ ওয়াটকিস অনুশীলন চালাচ্ছেন জেমির প্রেসক্রিপশনেই।

সপ্তাহ দুয়েক হলো কাতারে বাংলাদেশ ফুটবল দল। কন্ডিশনে মানিয়ে নেয়ার যথেষ্ট সময়। ম্যাচ প্র্যাকটিসটাও সেরেছেন জামাল,ইয়াসিনরা। ছোট প্রতিপক্ষের বিপক্ষে দুই অনুশীলন ম্যাচেই হার,মধ্যপ্রাচ্যের তাপে নয় ম্যাচের ফলে বেড়েছে চাপ।

নীল জলে ফুটবল নিয়ে দুষ্টুমি

ঠান্ডা জলে ডুব মেরে মাথা হাল্কা করছে ফুটবলাররা। একদিন বিরতি শেষে সোমবার মাঠের অনুশীলন,সুইমিংপুল আর জিমে ঘাম ঝড়িয়েছেন ওরা। ৪ ডিসেম্বর বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের বড় অ্যাসাইনমেন্ট। ২৩ জনের স্কোয়াডে অভিজ্ঞদের রেখেছে কাতার,মরূর বুকে তাক লাগাতে মরণ কামড় দিতেই হবে লাল সবুজ প্রতিনিধিদের। ডিফেন্স আগলে রেখে কাউন্টার অ্যাটাকই হবে বাংলার পরিকল্পনা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img