ফ্লাইট মিসের কারণে নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা পৌঁছুতে না পারায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদিকে মাঠে নামতে হয়েছিল অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে। মাঠে নেমেই দেখিয়েছিলেন ঝলক, ২৩ বলে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস।
তবে এখনও পর্যন্ত খেলা তিন ম্যাচের একটিতেও জয় পায়নি আফ্রিদির দল। এরই মধ্যে ১১ মাস বয়সী মেয়ের অসুস্থতার কারণে পাকিস্তান ফিরে যেতে হচ্ছে ৪০ বছর বয়সী এই অলরাউন্ডারকে। তবে আফ্রিদি কথা দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার ফিরবেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
আফ্রিদির দল গল গ্ল্যাডিয়েটর্সের অবস্থান এখন পয়েন্টস টেবিলের তলানিতে। পাকিস্তানি এই অলরাউন্ডারের পরিবর্তে গলের নেতৃত্ব দিতে পারেন দলটির সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে।