১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

জুনেই বাংলাদেশে আসতে পারে আর্জেন্টিনা!

- Advertisement -

জুনেই বাংলাদেশে আসতে পারে আর্জেন্টিনা, এমন খবরই জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম।

 

এর আগেও বিশ্বকাপ শিরোপাজয়ী আর্জেন্টিনাকে বাংলাদেশে এনে ম্যাচ খেলানো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই বছরের জানুয়ারি মাসে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার জন্য সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছিল বাফুফে।

তবে পরবর্তীতে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছিল। এখন আবারও আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাদের বাংলাদেশে আসার সম্ভাবনার খবর। যার ফলে দেশে মেসিদের বাংলাদেশ সফর নিয়ে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে দেশের লাখ লাখ আলবিসিলেস্তে সমর্থকদের।

ক্রিকেটপাগল লাল-সবুজের এ জনপদ ফুটবলকে কতটা ভালোবাসে সে চিত্র দেখা যায় প্রতি চার বছর পর আয়োজিত ফুটবল বিশ্বকাপ আসরে। ব্যতিক্রম ছিল না কাতার বিশ্বকাপও। লাতিন আমেরিকার দেশ আর্জন্টিনার হয়ে মধ্যরাতে গলা ফাটিয়েছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

মেসির ১০ নম্বর জার্সি পরে পতাকা হাতে নিয়েও উদযাপন করেছিল তারা। সে দৃশ্য নজর কেড়েছিল মেসি-ম্যারাডোনাদের দেশের সংবাদ মাধ্যমগুলোরও। এবার লিওনেল মেসি জানিয়েছেন নজর এড়ায়নি তাঁরও। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের সমর্থন তিনিও উপভোগ করেছিলেন। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম “দারিও ওলেকে” তিনি এমনটাই জানিয়েছিলেন। 

“হ্যা আমি সবকিছুই দেখেছি (বাংলাদেশের সমর্থন)। ফাইনালের আগে সবাই জার্সি পরা ছিল। বিশ্বের সব জায়গায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি দেখতে পাওয়াটা সত্যি চমৎকার”-দারিও ওলেকে মেসি  বলেছিলেন।

এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ চলাকালেই বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। কিছুদিন আগেই আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে দেশটির পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়েছিল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img