শেষ হয়েছে জল্পনা, বঙ্গবন্ধু টি২০ কাপে বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্ত্তুজা খেলবেন জেমকন খুলনার হয়ে। আজ লটারি ভাগ্যে মাশরাফিকে দলে পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার্স ড্রাফটে দুই আইকন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল খুলনা, এবার তাদের দলে আরও বড় এক নাম।
চলতি মাসের শুরুতেই অনুশীলনে ফিরেছিলেন মাশরাফি। মিরপুরে তার প্রত্যাবর্তন ছিল প্রায় নয় মাস পর। মাশরাফি খেলবেন তা নিশ্চিত হওয়ার পরই দলগুলোর তাকে ছিল সমান আগ্রহ। অবশেষে খুলনা শিবিরেই যোগ দিলেন নড়াইল এক্সপ্রেস।