৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

অবসর ভেঙ্গে বিগ ব্যাশে বোথা

- Advertisement -

অবসর নিয়েছিলেন প্রায় দুই বছর আগে, মাঝে ব্যস্ত ছিলেন কোচিং নিয়ে। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে আবার ফিরিয়ে আনছে মাঠে। প্রোটিয়া সাবেক অফ স্পিন অলরাউন্ডার ইয়োহান বোথা চুক্তিবন্ধ হয়েছেন বিশ ব্যাশ লিগের দল হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে। হোবার্টের টিম পেইন ব্যস্ত থাকবেন জাতীয় দলের জার্সিতে, যা সু্যোগ করে দিয়েছে বোথার প্রত্যাবর্তনে।

২০১৯ সালে শেষবার হোবার্টের হয়েই মাঠে নেমেছিলেন বোথা। ২০১৬ সাল থেকেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এই ক্রিকেটার, পেয়েছেন দেশটির নাগরিকত্বও। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৫ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি, কোচিং করিয়েছেন পিএসএল, সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে।

শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার সহকারী কোচের দায়িত্বে আছেন বোথা। দলটির আরেক সহকারী কোচ  বেন রোরার সাথে মাঠের ক্রিকেট নিয়ে আলাপচারিতাই তার ক্রিকেটে ফেরার রসদ হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

হোবার্ট হ্যারিকেন্স ছাড়াও বিগ ব্যাশের আরও দুই দলের হয়ে খেলেছেন বোথা। ২০১২-১৪ পর্যন্ত বোথা ছিলেন অ্যাডিলেড  স্ট্রাইকার্সের সদস্য, ২০১৫ থেকে ২০১৮, এই তিন বছর বোথা খেলেছেন সিডনি সিক্সার্সে।

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img