ঘরের মাঠেও বাজে ফর্ম, টানা দুই ম্যাচেই উইকেটশূন্য। মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে ১৮ ওভার বল করে দিয়েছেন ১০৫ রান। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে, অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছে ফিজ অটো চয়েজ বলেই টানা ম্যাচ খেলে যাচ্ছেন কি না! কেননা, ওয়ানডেতে ২০২২ এর শুরু থেকে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ফিজের উইকেটসংখ্যা মাত্র ১৪!
জবাবে তামিম বলেছেন, “কেউই দলে অটো চয়েজ না। অটো চয়েজ বলতে কিছুই নেই। আমিও অটো চয়েজ না, এই দলে কেউই নেই। আমি যদি পারফর্ম না করি, আমিও থাকবো না… আমি যদিও দলের অধিনায়ক!”
ফিজের প্রতি তামিম আস্থা রাখতে চান। ওয়ানডে অধিনায়কের প্রত্যাশা সে দ্রুতই ছন্দ ফিরে পাবে, “ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে, হয়তো উইকেট নেওয়ার স্কিলটায় উন্নতি করতে হবে। সবসময় কোনো খেলোয়াড় এক গ্রাফে যাবে না। ওর উপর বিশ্বাস আছে, আমার বিশ্বাস ও ঘুরে দাঁড়াবে।”