৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন করুনারত্নে

- Advertisement -

সোমবার শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিমুথ করুনারত্নে। এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো টেস্ট খেলেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন লঙ্কান এই ক্রিকেটার।

“আমি ইতোমধ্যেই দলের নির্বাচকদের জানিয়ে দিয়েছি যে টেস্টে নতুন অধিনায়কের খোঁজ করতে। আয়ারল্যান্ড সিরিজের পর আমি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি”-জানিয়েছেন করুনারত্নে

তিনি আরও জানান, “আমি এখনও নির্বাচকদের সিদ্ধান্ত জানার অপক্ষায় আছি। যদিও আমার চাওয়া, তারা নতুন টেস্ট চক্রের শুরুতেই নতুন অধিনায়ক খুঁজে নিক। কারণ আমি চাই না, নতুন চক্রের মাঝখানে আমি অধিনায়কত্ব ছেড়ে দেই।”

২০১৯ সালে লঙ্কানদের লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিয়োগ পান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় এবং দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান টেস্ট অধিনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img