আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিজেদের দারুণ বোলিংয়ে পুরো আইরিশ ব্যাটিং লাইনআপকেই গুঁড়িয়ে দিয়েছেন। কিন্তু একটি জিনিস প্রায় সবসময়ই দেখা যায়। যে উইকেট পেলে খুব একটা সেলিব্রেশন করতে দেখা যায়না। তবে আসল রহস্যটা কি? জানালেন হাসান মাহমুদ নিজেই।
হাসান মাহমুদ বলেছেন, “ব্যাটারকে আউট করলে তার আরেকটু বেশি খারাপ হবে হয়তো এটা ভেবে করি না”
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের এটাই প্রথম পাঁচ উইকেট, সবাই জানে। তবে আরেকটি অবাক করার মতো তথ্য জানিয়েছেন হাসান মাহমুদ নিজেই। আর তা হলো, ঘরোয়া এবং আন্তর্জাতিক সব মিলিয়েই এটা তার প্রথম পাঁচ উইকেট। কথাটি নিজ মুখে সাংবাদিকদের বলেছেন তিনি।
“প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে পেস বোলাররা আছে, তারাগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার”- সাংবাদিকদের বলেছেন হাসান মাহমুদ