২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

এসি মিলানকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

- Advertisement -

এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠলো ইন্টার মিলান। প্রথম লেগেও জিতেছিল ইন্টার। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের ব্যবধানে নগর প্রতিদ্বন্দ্বীদের হারালো লাউতারো মার্তিনেজরা। ইন্টার যখন শেষবার ২০০৯-১০ মৌসুমে ফাইনাল খেলেছিল, বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জিতেছিল।

প্রথম লেগে হারার পর মিলান কোচ স্টেফানো পিওলি যে মিলানকে হুঙ্কার দিয়েছিল। তার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে। উল্টো ইন্টার গোল করে ম্যাচে ফেরার আশা তাদের শেষ করে দেয়। সান সিরোয় প্রথম লেগের চেয়ে তুলনামুলক ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি পিওলির দল। তাই ম্যাচ শেষে হার নিয়ে ফিরতে হয় তাদের।

গোল করার পর লাউতারো

 

মিলান সুযোগ কাজে লাগাতে না পারলেও সুযোগ কাজে লাগাতে ভুল করেনি লাউতারোরা। প্রথম লেগে ২-০ গোলে জেতার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা ইন্টার এই ম্যাচেও গোল করে ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয়। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ম্যাচে আর কোনো  দল গোল করতে না পারলে নূন্যতম ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠলো ইন্টার মিলান।

ফাইনালে ইন্টারের সঙ্গী হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যে জয়ী দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img