ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট (চারদিন) সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৮ রান। ৩ রানে ব্যাট করছেন শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন অপরাজিত আছেন ১০ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি উইকেট কিপার ব্যাটার জাকির হাসান। ১৮ রান করে কেলভিন জর্ডানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। এরপর ক্রিজে এসে সাদমান ইসলামকে সাথে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান। দুজনে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু দলীয় ৫৪ রানে সাদমান ইসলাম ১১ রান করে ম্যাক এলিস্টারের বলে হাতে চোট পেয়ে মাঠ ছাড়লে কিছুটা বিপদে পড়ে টাইগাররা। এরপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখও।
এর আগে ড্র হয়েছিল প্রথম টেস্ট। দুই ইনিংসে দারুণ ব্যাট করে বাংলাদেশকে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন জাকের আলি। তাকে ছাড়াই দ্বিতীয় টেস্টে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ইনজুরির কারণে খেলা হচ্ছে না পেসার রেজাউর রহমান রাজারও। তাদের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন ইরফান শুক্কুর ও খালেদ আহমেদ।