চার বছর আগে আফগানিস্তান শেষবার যখন বাংলাদেশের মাটিতে খেলতে এসেছিলো, তখন টাইগার ব্যাটারদের মনে সবচেয়ে বেশি ভয় ধরিয়েছিলেন যিনি তার নাম রশিদ খান। চট্টগ্রামে একমাত্র টেস্টের দুই ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট, সবমিলে ম্যাচ শেষে নামের পাশে উইকেটের সংখ্যাটা ছিল ১১।
চার বছর পর আরও একবার বাংলাদেশে আসছে আফগানিস্তান টেস্ট দল, আবারও এক ম্যাচ খেলতেই। অবাক করা ব্যাপার হলো, সেই টেস্টের স্কোয়াডে নাম নেই রশিদ খানের। অথচ, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলেছেন রশিদ!
Here's AfghanAtalan's lineup for the one-off test against Bangladesh 🤩#AfghanAtalan | #BANvAFG2023 pic.twitter.com/c8QzvcWG3F
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 7, 2023
বুধবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে আছে বেশ কিছু নতুন নাম।
আফগানিস্তান দল
হাসমাতুল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বহীর শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান, হামজা হটাক, ইজহারুল্লাহ হক নাভীদ, ইব্রাহিম আব্দুলরহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজহাত মাসুদ।