২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

জুভেন্টাসের প্রথম হারের স্বাদ!

- Advertisement -

আগের ম্যাচেই দুর্দান্ত, সপ্তাহ না ঘুরতেই বিবর্ন। লিগ মৌসুমে প্রথম হারের স্বাদ জুভেন্টাসের। আনলাকি থার্টিন! ১২ ম্যাচ পর রোনালদোরা হেরেছে এবারের লিগে। তাও আবার নিজেদের মাঠে। ৩-০ গোলে হারিয়ে জুভদের অপরাজিত থাকার বৃত্ত ভেঙ্গেছে ফিওরেন্তিনা।

ম্যাচের শুরুতেই পথ হারায় জুভেন্টাস। ৩ মিনিটেই স্বাগতিকদের জালে গোল। বাম প্রান্ত দিয়ে ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো বলে নিশানা ভেদ করেন দুসান ভ্লাহোভিচ। ধাক্কা খেয়ে রোনালদোরা কিছুটা সময় নেয় গুছিয়ে নিতে।

কিন্তু আরো বড় ধাক্কাটা আসলো ম্যাচের ১৮ মিনিটে। অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন জুভেন্টাসের কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদরাদো। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও পরে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান। দশ জনের জুভেন্টাসকে কোনঠাসা করতে চেষ্টার কমতি রাখেনি ফিওরেন্তিনা।

আগের ম্যাচে জোড়া গোল করা পর্তুগিজ তারকা রোনালদো দু’বার প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নেন। কিন্তু পরাস্ত করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো হেডে জালে বল জড়ালেও অফসাইডে গোলটা বাতিল হয়।

ভুলে ভরা ম্যাচ খেলেছে জুভেন্টাস। ৭৬ মিনিটে আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে আবারো পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পাঁচ মিনিটের ব্যবধানে ফের বোনুচ্চির ভুল, ইতালিয়ান ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন রিবেরি, কয়েক পা ঘুরে বল যায় মার্টিন কাদরেসের কাছে। আলতো ছোঁয়ায় ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।

১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্র’য়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img