৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ভুলে যাও ৩৬: স্মিথ

- Advertisement -

ক্রিকেট দুনিয়ায় ৩৬ নিয়ে এখনো চলছে কাটাছেঁড়া। সাবেক ক্রিকেট বোদ্ধাদের মধ্যে কেউ বলছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারত, আবার কেউ বলছে মেলবোর্নেই ঘুরে দাঁড়াবে রাহানেরা। তবে প্রতিপক্ষকে ইতিবাচক টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়া দলের অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ।

এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যানদের তিনি অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন ভুলে যেতে হবে ৩৬ সংখ্যা। স্মিথ বলেন “ওই দিন অবিশ্বাস্য বোলিং করেছিল আমাদের বোলাররা। আমার তো মনে হয়, গত পাঁচ বছরে দল হিসেবে এত ভাল বল করেনি ওরা। অসাধারণ একটা লেংথে বল করছিল বোলাররা।”

এ রকম হারের পরে মানসিক অবস্থা কেমন হতে পারে ভারতীয় ক্রিকেটারদের, তা উপলব্ধি করেছেন স্মিথ। মানসিকভাবে চাঙ্গা করতে পরামর্শ দিয়েছেন।  স্মিথ বলেন, “মাঝে মাঝে এমনটা হয়। একটা দারুণ বল আসল, আর ব্যাটসম্যান সেটা খোঁচা দিয়ে দিল। যা হয়েছে, তা ভুলে যেতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে।”

চার ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ভারত। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে। ভারতের অধিনায়ক ভিরাট কোহলি সিরিজের বাকি ম্যাচ খেলবেন না। তাই পরবর্তী ম্যাচের একাদশ গঠন নিয়েও নানা জল্পনা চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img