আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বৃহস্পতিবার মাঠে নামবে পাকিস্তান। এদিন হাশমতউল্লাহ শহিদির দলকে হারালে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাবর আজমের দল। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমরা। সেই ম্যাচে পাকিস্তানের পেসারদের তোপের মুখে পরে মাত্র ৫৯ রানে অলআউট হওয়ার লজ্জা বরণ করতে হয়েছে আফগানিস্তানকে। প্রথম ম্যাচে হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ মিলে নিয়েছিলেন ৮ উইকেট। তবে এই ম্যাচটিতে হারলেও স্পিন বোলিং দিয়ে পাকিস্তানি ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন রশিদ খান-মুজিবুর রহমানরা।
তাই দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের পেস ত্রয়ী বনাম আফগানিস্তানের স্পিন ত্রয়ীর লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। প্রথম ওয়ানডেত হেরে সিরিজে পিঁছিয়ে থাকা হাশমতউল্লাহর দল চাইবে সমতা ফিরিয়ে আনতে। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের মিশনে নামবে বাবররা।
অতীত পরিসংখ্যানও বলছে পাকিস্তানের পক্ষে কথা। ৫০ ওভারের ফরম্যাটে দুই দলের ৫ বারের দেখায় প্রতিবারই জিতেছে বাবররা। তাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। তবে ছেড়ে কথা বলবে না রশিদরা। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আফগানিস্তান।