২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

বদলেছেন সিদ্ধান্ত, বিগ ব্যাশে খেলবেন রশিদ

- Advertisement -

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলার ব্যাপারে নিজের সিদ্ধান্ত বদল করেছেন রশিদ খান। গত মার্চে নারীদের উপর তালেবানদের বিধিনিষেধের জেরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। যার প্রতিবাদের অংশ হিসেবে বিগ ব্যাশ লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ।

গত জানুয়ারিতে এই বিষয়ে তিনি বলেছিলেন, “অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাকে অস্বস্তিকর মনে করে তাহলে আমিও বিগ ব্যাশ লিগে খেলে তাদের অস্বস্তির মাঝে ফেলতে চাই না” 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বিদেশী কোনো ক্রিকেটারের বিগ ব্যাশে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই। তাই আবারো এই টুর্নামেন্টে দেখা যাবে রশিদকে। আগামী সোমবারে বিদেশী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। যেখানে রশিদের পাশাপাশি মুজিবুর রহমান, নুর আহমেদ ও ইজহারুল নাভিদের থাকার সম্ভাবনা রয়েছে। এই তিন আফগান গত আসরেও বিগ ব্যাশ লিগে খেলেছিলেন।

বিগ ব্যাশ লিগে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রশিদ

২০১৭-১৮ মৌসুমে প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলেছিলেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। সেবার ১৮ উইকেট নিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। এখন পর্যন্ত এই লিগে ৬.৪৪ ইকোনমি ও ১৭.৫১ গড়ে ৯৮ উইকেট শিকার করেছেন রশিদ। এছাড়াও এই টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে হটকেক রশিদ। ইতোমধ্যে বিশ্বের প্রায় সব ঘরোয়া লিগেই খেলেছেন তিনি। আইপিএল, পিএসএল ও সিপিএলের মতো টুর্নামেন্টের নিয়মিত মুখ রশিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img