ভারতের ক্রিকেট সমর্থক নভেলদ্বীপের করা একটি ভিডিও এখন ভাইরাল। নিজের করা ভিডিওই এখন মৃত্যুর হুমকির কারণ। মেলবোর্নের একটি রেস্তোরাঁয় রোহিত শর্মা, রিশাব পন্ত, সুবমান গিল, পৃথ্বি শ ও নবদ্বীপ সাইনি এই পাঁচ ক্রিকেটার খাওয়া-দাওয়া করতে যান। প্রিয় ক্রিকেটারদের এতো কাছে পেয়ে ভিডিও করার সুযোগটা নষ্ট করেননি ক্রিকেট সমর্থক নভেলদ্বীপ। সামাজিক যোগযোগ মাধ্যমে সেই ভিডিও দেয়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে। নজর এড়ায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের। নড়েচড়ে বসে দু’দেশের বোর্ড কর্তারা। জৈব সুরক্ষার বিধি-নিষেধ ভঙ্গ করায় ওই ৫ ক্রিকেটারকে পাঠিয়ে দেয়া হয় আইসোলেশনে। বিষয়টি তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রিয় ক্রিকেটারদের নিয়ে তৈরি হওয়া সংশয় মানতে না পেরেই নভেলদ্বীপকে হুমকি দিচ্ছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। ওই সমর্থক লিখেছেন “লোকে আমাকে গালি দিচ্ছে। আমি দুঃখিত যে দেশের মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি যেন দ্রুত সব ঠিকঠাক হয়ে যায়।” তাঁর আগেও তিনি পোস্ট করেছিলেন, “কী করব আমি? মরে যাব? আমার কি কোনও অনুভূতি নেই?”