১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আইপিএল খেলবেন না স্টেইন

- Advertisement -

বয়স শুধুই সংখ্যা, অন্তত এই যুক্তি থেকেই হয়তো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ডেইল স্টেইন, নয়তো বয়স ৩৭ পেরিয়েছে, ফর্মেও নেই পুরনো ধার, তবুও প্রোটিয়া এই পেসার চালিয়ে যেতে চান খেলা। তবে আপাতত আগামী আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গেল আইপিএলে স্টেইন ছিলেন ফ্লপ, ৩ ম্যাচ খেলে খরুচে বোলিং-এ উইকেট নিয়েছেন ১! তবে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও, প্রোটিয়া এই পেসার খেলাটা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। খেলাটার প্রতি ভালোবাসই অবসরের পথে বাঁধা বলে মনে করেন স্টেইন।

‘সবাইকে জানাতে চাই যে, এই বছরের আইপিএলে আমি থাকছি না। অন্য কোনো দলেও খেলার পরিকল্পনা নেই।  তবে অন্যান্য লিগে খেলা চালিয়ে যাব আমি। নিজেকে কিছু করার সুযোগ দেব, যা করতে আমি রোমাঞ্চিত। যে খেলাটাকে আমি এত ভালোবাসি, সেই খেলা চালিয়ে যেতে চাই। ‘ – টুইটারে স্টেইন

স্টেইন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগই খেলতে চান এমন চিন্তা করলে আপনি ভুল করবেন, কারণ প্রোটিয়া এই পেসারের আশা, দেশের হয়ে খেলবেন আসন্ন বিশ্বকাপ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img