২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে চাপে ভারত

- Advertisement -

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই পাকিস্তানি পেস বোলরদের চাপের মুখে পড়ে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচ শুরুর আগে আকাশে মেঘ না থাকলেও ম্যাচের ৪.২ ওভারের সময় বৃষ্টির কারণে প্রায় মিনিট ১৫ বন্ধ থাকে খেলা।

বৃষ্টির থাার পর যেন ভারতকে আরও চেপে ধরে পাক বোলাররা। দুই ওপেনার মাঠে নেমে দলের খাতায় কোন রান যোগ করার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করা রোহিতকে ফেরান ডানহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এর এক ওভার পরেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান নতুন ব্যাটার ভিরাট কোহলিও। ৭ বল খেলে তিনি করেছিলেন ৪ রান।

পাকিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন শাহিন শাহ এবং হারিস রউফ নিয়েছেন ১ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img