হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। সুপার ফোরের ম্যাচে বাঁহাতি এই ব্যাটারকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।
শান্তর চোটের বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও বলেছেন, “ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে”
শান্তকে হারানো সাকিব আল হাসানের দলের জন্য অনেক বড় ক্ষতির। টাইগারদের আফগানিস্তানকে হারানোর ম্যাচে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের দলের হারের ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন শান্ত। দলের হয়ে করেছিলেন সর্বোচ্চ ৮৯ রান।
দ্রুতই পাকিস্তান থেকে দেশে ফিরবেন শান্ত। এরপর শুরু করবেন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া।