৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাওয়ারপ্লে শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

- Advertisement -

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাওয়ারপ্লে শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে তাদের সংগ্রহ এক উইকেটে ৬২ রান। লঙ্কানদের এখন পর্যন্ত উইকেটে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিসাঙ্কা এবং ডানহাতি ব্যাটার কুশল মেন্ডিস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওপেনার। আফগানিস্তানের তিন বোলার মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও গুলবাদিন নাইব কাউকেই ছাড় দেননি এই দুই ব্যাটার। একাদশ ওভারের শুরুতেই নাইবের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে আউট হন সেট ব্যাটার করুনারত্নে। লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত পাথুম নিসাঙ্কা ৩১ বলে ৩৩ রানে অপরাজিত আছেন।

মঙ্গলবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ। এ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণ। আফগানদের বিপক্ষে বড় ব্যবধানের জয় ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ যদি শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে। এমন শঙ্কা মাথায় নিয়ে হাশমতউল্লাহ শহীদির দলের বিপক্ষে মাঠে নেমেছে দাসুন শানাকার দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img