৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাওয়ারপ্লেতে ১ উইকেট নিয়েছে বাংলাদেশ

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৩৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

বুধবার নিজেদের ঘরে মাঠে শুরুটা ভালোই করেছে পাকিস্তান। দুই ওপেনার ফখর ও ইমাম রয়ে সয়ে খেললেও রান করে যাচ্ছিলেন ফাঁকে ফাঁকেই। তবে উইকেট নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তৃতীয় ওভারে শরীফুলের বলে ফার্স্ট স্লিপে কেচ দিতে দিতে বেঁচে যান ফখর। আর একটু সামনে দাড়ালেই বল তালুবন্দি করতেন স্লিপে থাকা নাঈম শেখ। তবে নবম ওভারে ফখরকে (২০) আউট করেন শরীফুল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিরাশ করে টাইগার বাহিনী। ৩৮.৪ ওভার খেলে ১৯৩ রানে অলআউট হয় টিম টাইগার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৭ বলে ৬৪ রান করেন মুশফিকুর রহিম। অধিনায়ক সাকিব আল হাসান খেলেন ৫৭ বলে ৫৩ রানের ইনিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img