১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ভারতের ফাইনালে যাওয়ার পথে বাধা শ্রীলঙ্কা

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে বিশ্রামের কোনো সুযোগ পাচ্ছে না তারা। মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে দুই দলের জন্যই এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সুপার ফোরে একটি করে জয় পেয়েছে উভয় দল। এদিন শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনাল নিশ্চিত করবে ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে রোহিত শর্মার দল।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে জয়ের আত্ববিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এখনো একটি ম্যাচেও হারেনি তারা। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত টানা ১৩ ম্যাচে জয় পেয়েছে দাসুন শানাকার দল। পাথুম নিশাঙ্কা-কুশল মেন্ডিসরা আছেন দারুণ ফর্মে। এছাড়াও ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন বেশি পাবে তারা।

দারুণ ফর্মে আছে ভারতীয় ব্যাটাররা

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৬৫ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারতের ৯৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার ৫৭টি। বাকি ১১ ম্যাচ আসেনি ফল। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে ১৯ বারের দেখায় ভারতের জয় ৯টি, শ্রীলঙ্কা জিতেছে ১০টি ম্যাচ।

রোহিত শর্মা, শুভমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল ও ঈশান কিষাণদের নিয়ে গড়া ভারতের ব্যাটিং লাইন-আপ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। নেপালের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর বাবর আজমদের ২২৮ রানে হারানো সে কথাই বলে। এছাড়াও জাসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজরা নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img