একসময় ইউরোপীয় ফুটবল দাপিয়ে বেড়ানো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সময়ের ব্যবধানে এখন দুই মহাদেশে। দুই মহাতারকার প্রস্থানে ইউরোপীয় ফুটবলে এখন রাজত্ব করছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। ইতোমধ্যে অনেকেই দুই ফুটবলারকে মেসি-রোনালদোর সাথেও তুলনা করতে শুরু করেছেন। তবে নিজেকে এখনই মেসি-রোনালদোর জায়গায় দেখছেন না হালান্ড, এমনকি এমবাপ্পের সাথে দ্বৈরথের কথাও হেসে উড়িয়ে দিয়েছেন।
ব্যালন ডি’অর প্রদানকারী ফরাসি পত্রিকা ‘ফ্রান্স ফুটবল’-কে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, “সবাই ভাবছে আমি মেসি-রোনালদোর জায়গা নেয়ার চেষ্টা করছি। কিন্তু জোর গলায় বলতেই হবে ইউরোপে মেসি ও রোনালদো অবিশ্বাস্য ফুটবল খেলে গেছেন। এটাও মনে রাখতে হবে, এই বয়সেও দুজন নিজেদের কাজ করে যাচ্ছেন। এখনো তাঁরা অসাধারণ খেলোয়াড়”
মেসি-রোনালদোর মতো ইউরোপীয় ফুটবলে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ নিয়ে এখনো তেমন মাতামাতি হয় না। তবে এবারের ব্যালন ডি’ অরের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে দুজনের নাম, আছে মেসি-রোনালদোর নামও। যদিও পুরস্কার জেতার দৌড়ে মেসির আর হালান্ডকেই এগিয়ে রাখছে অনেকেই। তবে এখনো নিজেকে বিশ্বসেরা মনে করেন না এই নরওয়েজীয় স্ট্রাইকার।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নিজেকে বিশ্বসেরা মনে করি না। ব্যাপারটাকে ওভাবে দেখিও না। আমার সব মনোযোগ প্রতিদিন আরেকটু উন্নতি করায়। খেলাটাকে উপভোগ করতে চাই, নিজের সেরাটা চাই”
আগামী ৩০ অক্টোবর জানা যাবে কে হবেন এবারের বর্ষসেরা ফুটবলার।