এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে রোহিত শর্মা ও শুভমান গিল। এই প্রদিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান। রোহিত অপরাজিত আছেন ৪৭ রানে; গিল ১৯ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক থেকে ১৮ রান দূরে থেকে মাঠে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। মাইলফলকে পৌঁছাতে বেশিক্ষণ সময় নেননি তিনি। ইনিংসের শুরুতে দেখেশুনে খেললেও সময়ের ব্যবধানে রানের গতি বাড়িয়েছেন রোহিত। লঙ্কান বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। অন্যদিকে আরেক প্রান্তে কাসুন রাজিথাদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করছেন শুভমান গিল।
টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে দারুণ বোলিং করা লঙ্কান বোলাররা এদিন সুবিধা করতে পারেনি। উইকেট থেকেও সুবিধা আদায় করে নিতে পারেননি দাসুন শানাকারা।
একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচের একাদশ থেকে পেসার শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে লঙ্কানদের বিপক্ষে একাদশে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে রেখেছে টিম ম্যানেজমেন্ট।