২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করবে পাকিস্তান

- Advertisement -

জিতলে ফাইনাল আর হারলেই টুর্নামেন্ট থেকে বাদ এমন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করবে পাকিস্তান। বাবর আজমের দলে এসেছে পাঁচ পরিবর্তন। হারিস রউফ ও নাসিম শাহর সার্ভিস পাবে না তারা। শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন কুশল পেরেরা ও প্রমোদ মাদুশান। বাদ পড়েছেন দিমুথ করুণারত্নে ও কাসুন রাজিথা। বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ায় ৪৫ ওভারে হবে ম্যাচ।

সুপার ফোরে একটি করে জয়ে দুই দলের পয়েন্ট সমান ২। বৃহস্পতিবারের বিজয়ী ভারতের সাথে ফাইনালে খেলবে। ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে এগিয়ে থেকে ফাইনালে খেলবে দাসুন শানাকার দল।

পাকিস্তান একাদশ:

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ হারিস, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img