৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

নাটকীয় জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। নাটকীয় ম্যাচে শেষ ২ বলে ৬ রানের দরকার হলেও ভাগ্যের জোরে জিতে যায় লঙ্কানরা।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে লঙ্কানরা। দলীয় ৮৫ রানের মধ্যেই ২ ওপেনার আউট হলেও এরপরে কুসাল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমার ১০০ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌছে যায় লঙ্কানরা। তবে শেষের দিকে পাকিস্তানি বোলারদের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরে পাকিস্তান।

খুব দ্রুতই লঙ্কানদের ৬ উইকেট তুলে নেয় বাবর আজমের। তবে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কা উইকেটের এক প্রান্তে টিকে ছিলেন। শেষ ২ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল ৬ রান। জামানের করা শেষ ওভারের পঞ্চম বল এজ লেগে হয় বাউন্ডারি, এরপর শেষের বলে ৩ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেন আসালাঙ্কা। যার ফলে ফাইনালে উঠে শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img