বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের পেসার নাসিম শাহর খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমনটাই জানিয়েছেন বাবর আজম। এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নাসিম। এরপর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি।
বাবর বলেন, “হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই। দুজনের চোটে পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়”
ডান কাঁধের নীচের পেশীর চোটের স্ক্যান করাতে বর্তমানে দুবাইয়ে আছেন নাসিম। সুপার ফোরে রিজার্ভ ডেতে ভারতের বিপক্ষে বোলিং করার সময় চোট পেয়ে খেলার মাঝখানেই উঠে যান এই পেসার। সেদিন মাঠে নামেননি আরেক পেসার রউফ।
আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর পিঠের চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন নাসিম। ফেরার ছয় সপ্তাহ পর আবারও কাঁধের চোটের কারণে এক মাসের জন্য ছিটকে পড়েন। তবে বর্তমানে পাকিস্তানের অন্যতম সেরা পেসার তিনি।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। একদিন পর, ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।