২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

“আমার মা-ই তো নারী, আমি কিভাবে নারী বিদ্বেষী হতে পারি?”

- Advertisement -

ভারতের বিপক্ষে অভিষেক, দুর্দান্ত শুরু। তানজিম হাসান সাকিব যখন জীবনের অন্যতম সেরা সময় পার করার অপেক্ষায়, ঠিক তখনই শুরু জীবনের দুর্বিষহ এক অধ্যায়ের। অনেক সময় আগে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজের কিছু পোস্ট হঠাৎ আলোচনায়, দুই ভাগে বিভক্ত দেশের মানুষ। সবচেয়ে বড় প্রশ্ন, তানজিম সাকিবের মতো একজন নারী বিদ্বেষী দেশের প্রতিনিধিত্ব করে কিভাবে?

উত্তর পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে। তানজিম সাকিব বিসিবিকে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি নারী বিদ্বেষী নন। কেন নন, দিয়েছেন সেই যুক্তিও।

“সে ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, ‘আমি দুঃখিত’। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এই ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। সে একটা বড় কথা বলেছে, সে নারী বিদ্বেষী নয়। তার কথা, “আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি?”– বলছিলেন জালাল ইউনুস

মিরপুরে সাকিব ইস্যুতে কথা বলছেন জালাল ইউনুস

আমার মা-ই একজন নারী, আমি কি করে নারী বিদ্বেষী হতে পারি? তানজিম সাকিব উল্টো এই প্রশ্ন দিয়েছেন ছুঁড়ে। কথায় যুক্তি আছে, সেকারণেই বিসিবিও এযাত্রায় সাকিবের উত্তরে সন্তুষ্ট। তবে তরুণ এই পেসারকে সতর্ক করে দেয়া হয়েছে, সেইসাথে তার কার্যকক্রমের ওপর যে চোখও রাখা হবে এখন থেকে, সেটাও জানিয়েছেন জালাল ইউনুস। এমনকি ভুল কোনোকিছু চোখ পড়লে দেয়া হবে শাস্তিও।

“আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’’– বলছিলেন জালাল ইউনুস

বয়স সবেমাত্র বিশ, সামনে বাংলাদেশ ক্রিকেটকে অনেককিছু দেয়ার আছে তরুণ এই পেসারের। সেকারণেই এই ঘটনার এখানেই সমাপ্তি টানা হোক, সেটাই বিসিবির প্রত্যাশা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img