৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা

- Advertisement -

মহামারীর কারণে স্তব্ধ ছিল ঘরোয়া ফুটবল, সেই গুমট আঁধারেই যে আলো হয়ে আসলো ফেডারেশন কাপ। যেখানে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের শীর্ষরা।

আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরার একামাত্র গোলে শিরোপা নিজেদের করে নেয় বসুন্ধরা। ম্যাচের একমাত্র গোলটা হয়েছে দ্বিতীয়ার্ধে। গেল তিন মৌসুমে সববারই ফাইনাল খেলে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপ জিতলো বসুন্ধরা কিংস।

ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা, বিপরীতে সাইফ স্পোর্টিং ভরসা রেখেছিল আগের একাদশেই। মাঠেও ছিল উত্তাপ। গোল খাওয়ার পর বসুন্ধরার পোস্টে সাইফ বারে বারে করেছে আক্রমণ, তবে জিকো দূর্গ ভেদ করা সম্ভব হয়নি। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছিল অস্কার ব্রুজেনের দলেরও, তবে হয়নি।

ম্যাচে চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ, গোল ওই একটাই। ম্যাচ শেষে বসুন্ধরার ফুটবলাররা ভেসেছে চ্যাম্পিয়নশিপের আনন্দে, বিপরীতে ছিল সাইফ স্পোর্টিং ক্লাব, এত কাছে তবুও দূরে।

 

 

.

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img