১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও থাকছে কোটি টাকা

- Advertisement -

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে মাসখানেকও বাকি নেই! ইতোমধ্যে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ধরা হয়েছে ৪ মিলিয়ন ডলার বা ৪৩ কোটি টাকা (প্রায়)। এমনকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলও পাবে কোটি টাকার বেশি!

বিশ্বকাপের সবশেষ আসরের প্রাইজমানি যা ছিল ডলারের হিসেবে সেখানে কোনোরকম পরিবর্তন আনেনি আইসিসি! তবে বিশ্বব্যাপী ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আইসিসির খরচ বাড়ছেই।

রাউন্ড রবিন লিগের বিশ্বকাপে প্রতিটা জয়ের জন্যই দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৩ লাখ টাকা (প্রায়)। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল ঘরে ফিরবে আরও ১ লাখ ডলার নিয়ে। বাংলাদেশী টাকায় যা কোটি টাকার বেশী! মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার, যার অর্ধেকের বেশি বরাদ্দ থাকছে দুই ফাইনালিস্টের জন্য। চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানার-আপ দল, অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা (প্রায়)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img