১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

আসলে সত্য হলো তামিম বিশ্বকাপের দলে থাকতে চায়নি: মাশরাফী

- Advertisement -

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁহাতি ওপেনার স্কোয়াডে না থাকায় শুরু হয়েছে সমালোচনা। অনেকেই তামিমের বাদ পড়ার পেছনে সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহকে কাঠগড়ায় তুলছেন। তবে সত্যিতা সামনে এনেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার মধ্যরাতে তামিমের বিশ্বকাপ দলে না থাকার বিষয়ে নড়াইল এক্সপ্রেস নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে”

মাশরাফীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট

গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপে আনফিট খেলোয়াড়কে চান না অধিনায়ক ও প্রধান কোচ। এ কারণেই তামিমকে ছাড়াই দল দিয়েছে বিসিবি, এমনটাই ধারণা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। তবে তাদের ভুল ভাঙ্গাতেই মাশরাফীর এই পোস্ট। এখান থেকে একটা বিষয় পরিষ্কার, তামিমকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজে থেকেই বিশ্বকাপের দলে থাকতে চাননি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img