১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

মায়োর্কার সাথে বার্সার ড্র, শীর্ষে ওঠার সুযোগ রিয়ালের সামনে

- Advertisement -

স্প্যানিশ লা লিগায় মায়োর্কার সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। তাতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারানোর শঙ্কা জেগেছে জাভি হার্নান্দেজের দলের। বুধবার রাতে লাস পালমাসকে হারাতে পারলেই শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ।

দারুণ ছন্দে থাকা রবাট লেভানডফস্কি-জোয়াও ফেলিক্সরা মায়োর্কার বিপক্ষে জিততে পারেনি। অথচ দুই দলের সবশেষ ১১ বারের দেখায় প্রতিটিতেই জিতেছিল বার্সেলোনা। রাফিনিয়ারদের বিপক্ষে মাঠে নামার আগে ৬ ম্যাচে মাত্র ১ জয় ও ২ ড্রয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ছিল মায়োর্কা। সেই দলটিই কিনা তালিকার শীর্ষে থাকা বার্সাকে রুখে দিল।

বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্র করে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার ১ নম্বরে আছে জাভির দল। মায়োর্কাকে হারাতে পারলে শীর্ষস্থানটা আরও মজবুত হত কাতালান ক্লাবটির। একটি করে ম্যাচ কম খেলা জিরোনা-রিয়াল মাদ্রিদ যথাক্রমে ১৬ ও ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই ও তিনে নম্বরে আছে।

বুধবার লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

বুধবার রাতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে জুড বেলিংহামরা। এদিন জিততে পারলে আবারও শীর্ষস্থানে ফিরে আসবে তারা। লাস পালমাসকে হারালে রিয়ালের পয়েন্ট হবে ১৮। গতম্যাচে আতলেতিকোর কাছে হেরে বার্সার কাছে শীর্ষস্থানটি হারিয়েছিল তারা।

১ নম্বরে ওঠার সুযোগ রয়েছে জিরোনারও। ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে তারা। দারুণ ফর্মে থাকা জিরোনা জিতলে তাদের পয়েন্ট হবে ১৯। শীর্ষে উঠে আসবে তারা। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ জিতলেও দুইয়ে থাকতে হবে তাদের। তিনে নেমে যাবে বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img