ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ঘরের মাঠে গ্যালাতসারাইয়ের বিপক্ষে খেলবে এরিক টেন হাগের দল। আর্সেনালের প্রতিপক্ষ লাঁস। দুটি ম্যাচই বুধবার রাত ১:০০টায় শুরু হবে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছে ম্যানইউ। শেষ ষোলোতে যেতে গ্যালাতসারাইয়ের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টেন হাগের দলের। চোটের কারণে বেশ কিছু খেলোয়াড়ের সার্ভিস পাচ্ছেন না তিনি। যার সবশেষ সংযোজন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। পায়ের পাতার পুরনো ইনজুরির কারণে এই বছরে আর মাঠে নামতে পারবেন না তিনি।
ওল্ড ট্রাফোর্ডে গ্যালাতসারাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যান কথা বলছে না ব্রুনো ফার্নান্দেজ-ক্যাসেমিরোদের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সবশেষ ১৩ ম্যাচের মধ্যে ৬ হারের বিপরীতে জিতেছে ৫টি, বাকি দুই ম্যাচ ড্র। তবে তুরস্কের ক্লাবটির বিপক্ষে ম্যানইউর রেকর্ড ভালো। গ্যালাতসারাইয়ের বিপক্ষে ঘরের মাঠে কখনো হারেনি তারা। ৩ ম্যাচে দুটিতে জয় ও একটিতে ড্র করেছে ইউনাইটেড।
অন্যদিকে লাঁসের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। পিএসভির বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে মিকেল আরতেতার দল। তবে লাঁসের বিপক্ষে সাম্প্রতিক অতীত ভালো না গানারদের। সবশেষ দুই ম্যাচে লাঁসের কাছে হেরেছে তারা।
সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে মার্টিন ওডেগার্ড-বুকায়ো সাকারা। দলের প্রয়োজনে গোল এনে দিচ্ছেন গ্যাব্রিয়েল জেসুসও। ফ্রান্সের প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ড আর্সেনালের আশার পালে হাওয়া দিচ্ছে। ফ্রান্সের ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ ১৪ ম্যাচে একটিতে হেরেছে গানাররা। ৮ জয়ের বিপরীতে ড্র করেছে ৫টি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৯ ম্যাচ ধরে অপরাজিত আছে আর্সেনাল। ৭টি ম্যাচে জয় ও ২টি ড্র করেছে তারা।
সেভিয়ার বিপক্ষে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে লাঁস। এদিন ঘরের মাঠে আর্সেনালকে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে তারা।