২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

কোহলিদের শুভকামনা জানালেন মুলার

- Advertisement -

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। একমাত্র দল হিসেবে রাউন্ড রবিন লিগ পর্বের সবকটি ম্যাচে জিতেছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রায় প্রতিটি ম্যাচে সহজেই জিতেছে স্বাগতিকরা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে কোহলিদের শুভকামনা জানিয়েছেন জার্মানির ফুটবলার টমাস মুলার।

ক্রিকেট নিয়ে বায়ার্ন মিউনিখ তারকার আগ্রহ বেশ পুরোনো। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপেও ভারতকে শুভকামনা জানিয়েছিলেন মুলার। চার বছর পর আবারও কোহলিদের সমর্থন দিচ্ছেন তিনি।

মুলারকে জার্সি গিফট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জার্সির পেছনে মুলারের নাম ও ২৫ নম্বর লেখা। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ভারতীয় দল ও কোহলিকে শুভকামনা জানিয়ে বায়ার্ন তারকা বলেন, “কোহলি এটা দেখো। শার্টটি উপহার দেওয়ায় ভারতীয় দলকে ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা। এটা আমার জন্য আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব”

ফুটবলে কোহলি জার্মানির সমর্থক। বিশ্বকাপ ও ইউরোর আগে টনি ক্রুস-টমাস মুলারদের সমর্থন জানিয়েছিলেন তিনি। বলা যায়, জার্মানির হয়ে সেই ভালোবাসা ফিরিয়ে দিলেন মুলার। দুজনে আবার একে অপরের বেশ বড় ভক্তও। এছাড়াও মুলারের ক্লাব সতীর্থ হ্যারি কেইনও কোহলির খেলা দেখতে পছন্দ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img