বিশ্বকাপে বিসিসিআইয়ের বিপক্ষে পিচ বদলানোর অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ দাবি করেছে নিউজিল্যান্ড-সেমিফাইনাল ম্যাচের পিচ বদল করেছে আয়োজকরা। সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করতে পারে’, এমন দাবিও করেছে সংবাদমাধ্যমটি।
যা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা-সমালোচনা। অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদসম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ। তবে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসির উপর ভরসা রাখছেন তিনি। সেই সাথে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে অজি অধিনায়কের দাবি, পিচ থেকে কোনো দল যেন বাড়তি সুবিধা না পায়।
![](https://www.allrounderbd.com/wp-content/uploads/2023/11/pat.jpg)
“হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই আইসিসির স্বাধীন পিচ কিউরেটর আছে, যে পুরো বিষয়টা দেখভাল করে। আমি নিশ্চিত, পিচ যেন কোনো দলকে বাড়তি সুবিধা না দেয়, সেটা তারা নিশ্চিত করবে। তবে এখন পর্যন্ত (বিশ্বকাপে) যতগুলো ম্যাচ খেলেছি, কোনো সমস্যা লক্ষ করিনি”– সংবাদ সম্মেলনে কামিন্স
এর আগে মেইল অনলাইন তাদের খবরে বলে, আইসিসির অনুমতি না নিয়েই উইকেট পরিবর্তন করেছে বিসিসিআই। ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ এই প্রতিবেদনটি করেছেন।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। লিগ পর্বে এ মাঠে অনুষ্ঠিত চার ম্যাচের একটিও ৭ নম্বর উইকেটে খেলা হয়নি। সংবাদমাধ্যমটি দাবি করছে, ৭ নম্বর পিচ বাদ দিয়ে এখন নাকি ৬ নম্বর উইকেটে খেলবে ভারত-নিউজিল্যান্ড। এই ৬ নম্বর উইকেটে গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ হয়েছে। এই উইকেটে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা এবং ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি হয়েছে।
![](https://www.allrounderbd.com/wp-content/uploads/2023/11/p.jpg)
আইসিসির এই ইভেন্টে উইকেট প্রস্তুত করা হয়েছে সংস্থাটির কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসনের তত্ত্বাবধানে। কোন ম্যাচ কোন উইকেটে খেলা হবে, এ বিষয়ে আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আগেভাগেই সবকিছু চূড়ান্ত করে রেখেছিলেন অ্যাটকিনসন। মেইল অনলাইনের দাবি, টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তাকে আর পাত্তাই দেয়নি বিসিসিআই। বেশ কয়েকটি ম্যাচের উইকেট পাল্টানো হয়েছে অ্যাটকিনসনকে না জানিয়েই।
সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, ভারত ফাইনালে উঠলে তারা একই কাজ করবে। অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে। অ্যাটকিনসন বিসিসিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন, এসব পরিবর্তনের সিদ্ধান্ত কার? বিসিসিআই বলেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ)। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করেছে, তারা বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক কাজ করছে এবং অনুরোধগুলো এসেছে সরাসরি ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে।