২২ জানুয়ারি ২০২৫, বুধবার

ইংলিশ লিগে দুই ম্যানচেস্টারের জয়!

- Advertisement -

রাত ঘুরতেই আবারও তালিকায় নিজেদের জায়গা দখলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২৪ ঘন্টা তালিকার টপে থেকে তিনে নেমে গেছে লেস্টার সিটি। ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে টেবিল টপে ম্যানইউ। সবশেষ লিভারপুলের সাথে ড্র করা রেড ডেভিলরা চ্যাম্পিয়নশিপের দিকে ছুঁটছে দারুণ ছন্দে।

যদিও ম্যাচের শুরুতেই ম্যানইউ পিছিয়ে পড়ে। মাত্র ৫ মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। গোলদাতা লুকম্যান। ১৬ মিনিটের ব্যবধানে কাভানির গোলে সমতায় ফিরে ম্যানইউ। মিডফিল্ডার ফের্নান্দেস দু’বার সুযোগ পেয়েও স্কোরলাইনে পরিবর্তন আনতে ব্যর্থ হন। অবশেষে ব্যবধান গড়ে দেন পল পগবা। ৬৫ মিনিটে একক প্রচেষ্টায় দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা।

অন্য ম্যাচে ম্যানইউ’র নগর প্রতিদ্বন্দ্বি ম্যানসিটিও জয় পেয়েছে। অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি।

১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্র’য়ে ইউনাইটেডের পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে লেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img