১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বিসিবিকে তামিমের অনুরোধ

- Advertisement -

নতুন বছর শুরু হতে আর বেশি দেরি নেই। বছর শেষ না হতেই শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন তা নিয়ে আলোচনা। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চুক্তিতে থাকবেন কিনা তা নিয়ে ছিল সংশয়! অবশেষে জানা গেল, তামিম নিজে থেকেই চুক্তিতে তাকে না রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন। রবিবার এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমকে তিনি বলেন, “তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ হয়েছে। আপনারা হয়ত অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে।  সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে”

রবিবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন জালাল ইউনুস

২০২৪ সালের চুক্তিতে কারা থাকছেন ইতিমধ্যে খসড়া তৈরী করেছে টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দেখানোর পরেই চুড়ান্ত হবে।

এই বিষয়ে জালাল বলেন, “নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দিব। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। উনি একটু দেখবেন তারপরআমরা বোর্ডে রিলিজ করব”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img