৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

শহিদুল-আলামিনদের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের জয়

- Advertisement -

চলমান বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে পয়েন্ট তালিকার তিনে নেমে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা পর্বে ফিরে আবারও জয়ের ধারায় ফিরেছে শুভাগত হোমের দল। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে আলামিন ইসলাম-শরিফুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে তারা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন টম ব্রুস। এছাড়াও বিপিএলে অভিষেক হওয়া জশ ব্রাউন করেছেন ২৩ বলে ৩৮ রান।

চলমান বিপিএলে দারুণ সময় কাটানো তানজিদ হাসান তামিম এদিন ভালো করতে পারেননি। বরিশালের পেসারদের সামনে অসহায় ছিলেন তিনি। ঠিকঠাকভাবে ইমরান জুনিয়র-মোহাম্মদ সাইফউদ্দিনদের সুইংয়ে বেশ ভুগেছেন তরুণ এ ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে ১৯ বলে করেছেন মাত্র ১০ রান।

চট্টগ্রামের আরেক তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুও পারেননি তেমন কিছু করতে। ২০ বলে ২ বাউন্ডারিতে করেছেন ১৫ রান। চট্টগ্রাম মূলত ১৪৫ রানের সংগ্রহ পায় দুই বিদেশি ব্রাউন ও ব্রুসের কল্যাণে।

মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন করার প্রয়োজন ছিল তেমন করতে পারেনি বরিশাল। ২৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ৪৬ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরাও পারেননি তেমন কিছু করতে। শেষ দিকে ১৮ বলে ৩০ রান করে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন সাইফউদ্দিন।

চার ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম। দুই উইকেট নিয়েছেন আলামিন ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img