ক্যারিয়ার শুরু থেকেই ছিল বিতর্ক, সেই ধারা বজায় আছে এখন অব্দি। নাসির হোসেনের ফিটনেস নিয়ে বিসিবির অসন্তুষ্টির কথা অজানা নয়, ওই কারণেই সুযোগ হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। দেশের ক্রিকেটে উপেক্ষিত নাসিরের ক্রিকেটে ফেরার সুযোগটা করে দিয়েছে আবুধাবি টি-টেন লিগ।
শুরু ফেরা বললে ভুল হবে, প্রত্যাবর্তন হয়েছে রাজকীয়ভাবেই। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের অধিনায়ক নাসির। আসলে পয়লা ম্যাচে বল হাতে উজ্জ্বল এই অলরাউন্ডার, দুই ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট!
পুনে ডেভিলসের হয়ে নাসিরের অধিনায়কত্বে খেলছেন মোহাম্মদ আমিরের মতো তারকা, আছেন ক্যারিবিয়ান ওয়ালটন।