চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা তুলেছিল ২৫৭ রান, জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান নিয়ে দিন শেষ করেছিল নুরুল হাসান সোহানের দল।
দ্বিতীয় দিনের শুরুতেই সাইফ হাসানকে হারায় বিসিবি একাদশ। তবে সেই চাপ ভালোভাবেই সামলেছেন নাঈম শেখ। ওয়ানডে ধাচে ব্যাট চালিয়েছেন, তবে ইনিংস বড় করতে পারেননি। অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই প্যাভিলিয়নে ফিরেছেন নাঈম। অল্প সময়ের ব্যবধানে বিসিবি একাদশ হারিয়েছে আরও ২ উইকেট।
লাঞ্চ বিরতিতে যাবার আগে ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে রান ১১৫। উইকেটে আছে শাহাদাত হোসেন দিপু এবং অধিনায়ক সোহান। বিসিবি একাদশ এখনো পিছিয়ে ১৪২ রানে।