৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মুশফিক-আরিফুলের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে মোহামেডানের ডিপিএল শুরু

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিটি ক্লাবকে ৪৩ রানের ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েসের দল।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। ডানহাতি এ ব্যাটারের ১০৮ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার। এছাড়াও মহামেডানের হয়ে ৮৮ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

আরিফুল ইসলাম, রুবেল মিয়া ও আরিফুল হক তিনজনই পেয়েছিলেন দারুণ শুরু। কিন্তু কেউই পারেননি বড় ইনিংস খেলতে। তিনজনের রান যথাক্রমে ২১ বলে ১৯, ৩৪ বলে ৩৩ ও ১৬ বলে ১৬।

সিটি ক্লাবের হয়ে ৯.৩ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সনজিত সাহা ও রাফসান আল মাহমুদ।

২৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সিটি ক্লাব। হাসান ও শাহরিয়ার কমল দুজনেই পেয়েছিলেন ভাল শুরু। তবে বড় ইনিংস খেলতে পারেননি তারা। হাসানের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৫ বাউন্ডারিতে ২৮ রান। কমল ৩৮ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৩৮ রান।

সিটিকে ম্যাচে রেখেছিলেন রাফসান আল মাহমুদ ও মোহাম্মদ মইনুল ইসলাম। ৯০ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৬ রান করেন রাফসান। তাকে বোল্ড করেন আরিফুল ইসলাম। মইনুলের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান।

মোহামেডানের হয়ে ৮.২ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মুশফিক হাসান। ৩টি উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img