১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

প্রথম ওয়ানডে: টস জিতে শ্রীলঙ্কার ব্যাট করার সিদ্ধান্ত

- Advertisement -

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক দল। নেই মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। সেই দল থেকে এই একাদশে পরিবর্তন তিনটি। মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, রিশাদ হোসেনের জায়গায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান।

ম্যাচের মাত্র একদিন আগে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই দলে নেই আলোচিত নুয়ান থুসারা এবং মাথিসা পাথিরানা। চোট কাটিয়ে দল তো বটেই একাদশেও ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img