২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

দ্বিতীয় ওয়ানডে: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন সুযোগ এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নেওয়ার। লঙ্কানদের কাছে হারলে তৃতীয় ওয়ানডে পরিণত হবে অলিখিত ফাইনালে। সেজন্য দ্বিতীয়টিতে জয়ের কোনো বিকল্প নেই। এমন সমীকরণ মাথায় রেখে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে দুই ওপেনারের ব্যর্থতার পরও নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরি ও মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমটিতে ব্যর্থ হলেও ওপেনিংয়ে লিটন কুমার দাশ ও সৌম্য সরকারের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

অনেকদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তাইজুল ইসলাম। তবে তার উপর থেকে আস্থা হারাচ্ছে না দল, দ্বিতীয় ওয়ানডের একাদশেও জায়গা ধরে রেখেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে আনেনি কোনো পরিবর্তন।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন। মাহিশ থিকসানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img