বাংলাদেশের বৃষ্টিই যেন নেমে আসল কুয়েতে। মাসের শুরু থেকেই মধ্য প্রাচ্যের কন্ডিশনিং ক্যাম্পে গরম-ঠাণ্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার সাথে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এবার মেঘলা আবহাওয়ার সাথেও পরিচিত হয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে বছরের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ।
সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতির পর দল এখন আরও সক্রিয়, আরও উজ্জীবিত। র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এখন পর্যন্ত ৫ বারের দেখায় কখনোই জিতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি ফিলিস্তিনের নয় গোলের বিপরীতে একটা গোলও প্রতিপক্ষের জালে জড়ানো সম্ভব হয়নি। তবুও কন্ডিশনিং ক্যাম্প, টিম কম্বিনেশন, নিজেদের প্রতি আত্মবিশ্বাস, প্রবাসী বাংলাদেশিদের সমর্থন জামাল ভূঁইয়ার দলকে দিচ্ছে ভালো খেলার অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে দলের ফরওয়ার্ড রাকিব হোসেন বলেন, “একসাথে অনেকদিন প্র্যাকটিস করেছি। ওদের শক্তি-দুর্বলতা সবকিছু নিয়েই কাজ করেছি। ফিলিস্তিন অনেক শক্তিশালী দল। আমরা চেষ্টা করব ভালো কিছু করার এবং সুযোগ পেলে একটা গোল দেয়ার চেষ্টা করব।”
ডিফেন্ডার রহমত মিয়ার মতে, “আমরা সৌদিতে ক্যাম্প করেছি, সুদানের সাথে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। সব মিলিয়ে বলব, আমাদের ক্যাম্পটা ভালো হয়েছে। আশা করছি, ইনশাআল্লাহ্ ভালো করবে টিম। বাংলাদেশ দলে এখন শুধু ডিফেন্ডাররাই ডিফেন্স করে না পুরো দলই ডিফেন্স করে। আমি মনে করি, সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। ভালোভাবে খেলে ইনশাআল্লাহ্ দেশে ফিরতে পারব।”
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবেদ আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।